ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
প্রধামন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ নিয়ে ডোমারে নারী সমাবেশ
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৪-০২-২২ ০৯:১১:৪২
নীলফামারীর ডোমারে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজমুল আলম। জেলা তথ্য কর্মকর্তা তানজির আহমেদ এর সভাপতিত্বে অতিথি থেকে বক্তব্য দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন ও হংসরাজ দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ এর লক্ষ্য এবং ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারসহ সামাজিক অবক্ষয় নিয়ে আলোচনা করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী