কালিয়াকৈরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
- কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
-
২০২৪-০২-২২ ০৮:৫৫:১০
- Print
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার সকালে উপজেলা হল রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম নাসিম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীমসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২.০১মিনিটে উপজেলা চত্বরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও কালিয়াকৈর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেন।