ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
নীলফামারীতে সিসিডিবি’র উদ্যোগে হস্তশিল্প প্রশিক্ষণের সমাপনী
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০২-১৯ ১০:১১:৫২
নীলফামারীতে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ(সিসিডিবি) এর উদ্যোগে ‘হস্তশিল্প প্রশিক্ষণ’ শেষ হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত সিসিডিবি কার্যালয়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রাশিদা আক্তার। সিসিডিবি’র কো-অর্ডিনেটর তোফায়েল আলম খানের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ সরকার, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব জর্জ, সিএইচপি বিডি’র সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ও ফখর উদ্দিন আহমেদ বক্তব্য দেন। প্রশিক্ষণ কর্মকর্তা রিচার্ড সিংহের সঞ্চালনায় প্রশিক্ষনার্থী অলকা রানী ও সিসিডিবি’র হিসাব রক্ষণ কর্মকর্তা থিওফিল রিসিল বক্তব্য দেন এতে। অনুষ্ঠানে প্রশিক্ষণ নেয়া ৫০জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিসিডিবি’র কো-অর্ডিনেটর তোফায়েল আলম খান জানান, হতদরিদ্র ও অদক্ষ নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তুলে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রডাক্ট বিডি লিমিটেডে (সিএইচপি) চাকুরীর ব্যবস্থা করা হয়। তিনি বলেন, ২০২২সালের জানুয়ারী থেকে প্রশিক্ষণ শুরু করে সিসিডিবি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এ পর্যন্ত ১১০১ জন চাকুরী পেয়েছে সিএইপিতে।
বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’:সমাজকল্যাণ মন্ত্রী
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
সর্বশেষ সংবাদ