ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কালিয়াকৈরে চুরি করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে চোরের মৃত্যু
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • ২০২৪-০২-১৯ ১০:০৮:৪৫
গাজীপুরের কালিয়াকৈরে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চোরের মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার উলুসারা এলাকায় প্রবাসী শরীফ হোসেনের নির্মানাধীন ভবনের রড চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।  পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার উলুসাড়া এলাকায় সৌদি প্রবাসী শরীফ হোসেন একটি র্নিমানাধীন ভবনের কাজ চলছিল। চলতি মাসের ৬ ফেব্রুয়ারী নির্মানাধীন ওই ভবনের ৪ তলা ছাদে কাজ করতে গিয়ে উপরে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে কামাল প্রামানিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ওই ভবনের কাজ বন্ধ থাকে। এরই মধ্যে নির্মানাধীন ওই ভবনের ছাদ থেকে প্রতিদিনই রড চুরি হওয়ার ঘটনা ঘটছে। পরে বিষয়টি ভবন মালিকের পক্ষ থেকে স্থানীয় থানা পুলিশকে অবহিত করেন। বিষয়টি জানার পর পুলিশ স্থানীয় মেম্বার ও  এলাকার কয়েকজনকে ওই ভবনে যাতে কেই প্রবেশ না করে সেজন্য দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই ভবনে প্রবেশ নিষিদ্ধ মর্মে লেখা একটি সাইন বোর্ড ওই ভবনের সামেন  টানিয়ে দেওয়ায়। সাইন বোর্ড টানানো সত্যেও শুক্রবার সন্ধা ৭টার দিকে  অজ্ঞাত পরিচয় এক যুবক  ছাদে রড চুরি করতে গিয়ে উপরে থাকা ৩৩ হাজার ভোল্ডের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ফায়ার সার্ভিস কর্মীরা বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন করে। নিহতের ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে।  স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের মেম্বার দেলোয়ার হোসেন বলেন, গত কয়েকদিন আগে একই ভবনে কাজ করতে গিয়ে উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে পুলিশ কাজ বন্ধ করে দেয় । এরই মধ্যে ওই ভবনের রড চুরি হতে থাকে। পরে বিষয়টি জানার পর পুলিশ আমিসহ এলাকার কয়েখজনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্ত শুক্রবার সন্ধায় ভবনের রড চুরি করতে এসে এক চোরের মৃত্যু হয়।  কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) মনির হোসেন বলেন, নির্মানাধীন ভবনের রড চুরি করতে এসে উপরে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মুত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত