নীলফামারীতে সবজী চাষ ও পশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- নীলফামারী প্রতিনিধি:
-
২০২৪-০২-১৪ ১১:৫৭:৩৬
- Print
নীলফামারীর পলাশবাড়িতে সবজী চাষ বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে।
খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠিত প্রশিক্ষণের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী।
এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়।
রিসোর্স পার্সন হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিবন কুমার রায় এবং ওর্য়াল্ড ভিশনের ফিল্ড টেকনিক্যাল বিশেষজ্ঞ সাইদ সগির আহমেদ।
এছাড়া টুপামারী ইউনিয়নের সরকারপাড়া ইসিডি সেন্টারে গবাদী পশু পালন বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ বুধবার শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওর্য়াল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।
ওর্য়াল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মৈত্রি স্নাল জানান, পৃথক দুই প্রশিক্ষণে ২০জন করে ৪০জন অংশ নেয়।