রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বাগাড় মাছ।
শুক্রবার ভোরে রাজবাড়ীর দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার স্থানীয় হযরত আলীর জালে ধরা পড়ে বিশাল আকৃতির বাগাড় মাছটি। মাছটি স্থানীয় দৌতলদিয়া মৎস আড়তে ২৭ হাজার টাকায় মাছটি বিক্রি করেন হযরত আলী।
দৌলতদিয়া চাঁদনী-আরিফা মৎস আড়তের ব্যবাসায়ী চান্দু মোল্লা জানান, তিনি সকালে ৯৫০টাকা কেজি দরে মাছটি হযরত আলীর কাছ থেকে কিনেছেন। পদ্মায় এ বছর বড় বড় মাছ পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।