ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
দিনাজপুরে উঞ্চতা দিতে শীতার্ত মানুষের পাশে ' আমরা ৮৮ '
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৪-০১-২৮ ২০:৫১:৫৬
দিনাজপুরে তীব্র হাঁড় কাঁপানো শীতে একটু উঞ্চতা দিতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলো ' আমরা ৮৮ ' নামে এসএসসি ১৯৮৮'র একটি বন্ধু প্লাটফর্ম। আজ রবিবার (২৮ জানুয়ারি) দিনাজপুরে তীব্র শৈত্য প্রবাহে সর্বোনিন্ম তাপমাত্রা ছিলো ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।এই তাপমাত্রার মধ্যে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে 'আমরা ৮৮' বন্ধু প্লাটফর্ম এই শীতবস্ত্র কম্বল বিতরণ করে। অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসি বাচ্চু,সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,সিনিয়র সহ-সভাপতি ও আমরা ৮৮ জেলা প্যানেল এর প্রতিষ্ঠাতা আহবায়ক শাহ্ আলম শাহী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমরা ৮৮'র জেলা সমন্বয়ক শাহজাহান নভেলের সভাপতিত্বে কম্বল বিতরণ উদ্বোধনি অনুষ্ঠানে জয়েন্ট কো-অর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ৮৮ বন্ধু রোজিনা ইসলাম লাকি,আমরা ৮৮ প্যানেল এর জয়েন্ট কো-অর্ডিনেটর মোঃ মাসুদ হোসেন, বাংলাদেশ ৮৮ এর জেলা কো-অর্ডিনেটর শামিম কবির অপু, জয়েন্ট কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম সাগর, ৮৮ বন্ধু জুয়েল, জলিল, সুফিয়া সুলতানা মুক্তি, পারভেজ, ফখরুল ইসলাম শাহিন সহ অন্যান্য ৮৮ বন্ধুরা উপস্থিত ছিলেন। অলোচনা শেষে শতাধিক শীতার্তর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরে তীব্র শীতে কাবু এ অঞ্চলের অসহায়-দরিদ্র মানুষ আমরা ৮৮র গরম কাপড় কম্বল পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা ৮৮ 'র এমন মানবিক আয়োজনের ভুষিত প্রশংসার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, সমবেত বিশিষ্ঠজনেরা। এ সময় বক্তারা বলেন, ১৯৮৮ এসএসসি ব্যাচের আমরা ৮৮ বন্ধু প্যানেলের বন্ধুরা শুধু আনন্দ-উল্লাস নয়,দেশের উন্নয়ন বাস্তবায়ন, প্রকৃতিকে সুস্থভাবে ধারণ ও মানবতার সেবায় নীরবভাবে কাজ করে যাচ্ছে। তারা মানুষের উন্নয়ন ও মনন বিকাশের কাজ করে যাওয়ার পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা করছে। তারা যেভাবে কাজ করছে, ধনার্ঢ্য ব্যক্তি ও অন্যান্য প্রতিষ্ঠানকেও এভাবে এগিয়ে আসা দরকার। তবেই দেশ এগিয়ে যাবে। অনেকের দুঃখ-দুর্দশা লাঘব হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে আমরা ৮৮'র বন্ধুরা।
বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ