ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের ১৮জনকে সংবর্ধণা প্রদান
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-০১-২৩ ১০:৫৩:৫৮
নীলফামারী সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে চাকুরী থেকে অবসরে যাওয়া এবং অনত্র বদলী হওয়া কর্মীদের বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে। গতকাল পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. রোখসানা বেগম বক্তব্য দেন। পরিবার কল্যান পরিদর্শিকা আখতার জাহান ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহবুল ইসলাম এবং ওয়াজেদ আলী শাহ ফকির বক্তব্য দেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহাবুল ইসলাম জানান, দফতরের বিভিন্ন পর্যায়ের ১৮জনকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়। এরমধ্যে ১৪জন চাকুরী থেকে অবসরগ্রহণ করেছেন এবং বাকি চারজন অন্যত্র বদলী হয়েছেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত