ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
টাঙ্গাইলে দাদাকে পিটিয়ে হত্যায় নাতি গ্রেফতার
  • রাসেল খান, কালিহাতি (টাঙ্গাইল)
  • ২০২৪-০১-২১ ২১:০৬:৩৭
টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় নাতি মো. রাব্বিকে (২০) গেফতার করেছেন র‍্যাব-১৪ এর সদস্যরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কোনাবাড়ি বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে। রাত সাড়ে ৯টায় র‍্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, বৃদ্ধ মান্নান ও তার নাতি রাব্বির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। গত ১৬ জানুয়ারি বিকেলে দাদা-নাতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রাব্বি। মান্নানের স্ত্রী ও মেয়ে বাধা দিতে গেলে রাব্বি তাদের ওপরও আঘাত করেন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মান্নানকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহত বৃদ্ধের ছেলে হাফিজ উদ্দিন মন্ডল বাদী হয়ে কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে রাব্বি পলাতক ছিলেন।
সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ