বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ায় দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর চ্যানেল 24 কে নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়ে পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে। আনিসুল হক জানান, খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না।
পরিবারের পক্ষ থেকে তার মুক্তির জন্য সরকারের কাছে আবেদনের প্রেক্ষিতে ২৫ মার্চ প্রথম মুক্তি পান খালেদা জিয়া। এই মেয়াদ শেষ হবে ২৬ সেপ্টেম্বর। এ অবস্থায় তার পরিবার আবারো জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করে।
তবে এবারের আবেদনে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করা হয়। তবে তাতে সায় দেয়নি মন্ত্রণালয়।
এর আগে মুক্তির শর্ত ছিলো দেশে চিকিৎসা নেবেন খালেদা জিয়া। দুর্নীতির দুই মামলায় সাজা প্রাপ্ত হওয়ার পর কারাগারে ছিলেন খালেদা জিয়া। কিন্তু করোনা মহামারির কারণে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো দরকার।