ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু
  • এম এস সাগর, কুড়িগ্রাম:
  • ২০২৪-০১-২১ ২০:৫১:৫৭
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লতা রানী নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (২১জানুয়ারি) রোববার ভোরে নাগেশ্বরী পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের কবিরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। বাবাকে দায়ী করছেন এ ঘটনায় নিহতের ২ছেলে। নিহত লতা রানী উপজেলার কবিরের ভিটা গ্রামের সত্য চন্দ্র শীলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার। নাগেশ্বরী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিবেশী শামসুল হক নিহতের ছেলেদের বরাত দিয়ে বলেন, লতা রানী তার স্বামীসহ রাতে একই ঘরে ঘুমাতে যান। রাত ৩টার দিকে হঠাৎ অস্বাভাবিক শব্দ শুনে পাশের কক্ষে থাকা তার ছোট ছেলে সাগর জেগে ওঠেন। তিনি ঘরে গিয়ে দেখতে পায়, তার মায়ের গলাকাটা লাশ বিছানায় পড়ে আছে। পাশে তার বাবা সত্য চন্দ্র শীল দাঁড়িয়ে আছেন। তিনি আরো বলেন, মাকে হত্যা করা নিয়ে বাবা-ছেলের বাকবিতণ্ডায় পরিবার ও প্রতিবেশী লোকজন জেগে ওঠে। তবে প্রতিবেশীরা ঐ বাড়িতে ভিড় করলে পালিয়ে যান সত্য চন্দ্র। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, গৃহবধূ হত্যাকাণ্ডে তার স্বামী জড়িত বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে- ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর ঘরের বিছানার নিচ থেকে রক্তমাখা কুড়াল উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী চন্দ্র শীল পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও আরো জানায় তিনি। অপরদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশায় সড়ক দূর্ঘটনায় পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর তিন চাক্কার ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ওই দুই ব্যক্তি হলেন কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব (২৫)। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই ভটভটির চালক ও হেলপার আহত হলেও তারা কৌশলে পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দূর্ঘটনায় মৃত দুজন সম্পর্কে পিতা-পুত্র। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত