ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে গ্রামীণ খেলা ও অ্যাথলেটিকস প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০১-১৮ ১৩:০৯:৫৫
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গ্রামীণ খেলা ও অ্যাথলেটিকস প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের দারুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মশিউর রহমান বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম। জেলা ক্রীড়া দফতর সুত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতাধীন ক্রীড়া পরিপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, বদন খেলা, দৌড়, দীর্ঘলম্ফ, বর্ষা নিক্ষেপ, মোরগ লড়াইসহ ৩৬টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সদর উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী