ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জানো প্রকল্পের সহায়তায় বিভিন্ন বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০১-১৮ ১৩:০৮:৩৮
জানো প্রকল্পের সহায়তায় নীলফামারীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এ সময় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, কেয়ার বাংলাদেশের জানো প্রকল্পের প্রকল্প ম্যানেজার আনিসুর রহমান ও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান উপস্থিত ছিলেন। এরআগে বিদ্যালয়ের সবজী বাগান ও কিশোর কিশোরী কর্ণারের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও কানিয়াল খাতা কমিউনিটি ক্লিনিকের আওতাধীন কমিউনিটি সাপোর্ট গ্রুপের বিদায়ী সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক। জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান বলেন, প্রকল্পভুক্ত সাতটি উপজেলার মধ্যে নীলফামারীর চারটি উপজেলায় ১৯৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ও ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রসঙ্গত ইউরোপিয়ান ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন নীলফামারী ও রংপুর জেলার সাতটি উপজেলায় জানো প্রকল্প বাস্তবায়ন করে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী