ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালী মেডিকেল কলেজের এক দশক পূর্তি উৎসব পালিত
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৪-০১-১৭ ০৯:৪৮:৫৩
নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো পটুয়াখালী মেডিকেল কলেজের এক দশক পূর্তি উৎসব। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় মেডিকেল কলেজের সামনে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মনিরুজ্জামান শাহীন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা, ওয়াহিদুজ্জামান শামীম,বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএর) পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক সাবেক মেয়র ডাঃ শফিকুল ইসলামসহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী