ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গাজীপুর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেকবিতরণ
  • মাছুদ পারভেজ, গাজীপুর
  • ২০২৪-০১-১৭ ০৯:৪৩:৩৫
গাজীপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে অনুমোদিত চিকিৎসা, উচ্চ শিক্ষা ও মৃত শ্রমিকের ২৩০টি পরিবারকে ৯১লক্ষ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে। জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুরের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পলিশের গাজীপুর ২ পুলিশ সুপার সারোয়ার আলম, গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান। এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুরের মহাপরিদর্শক আহমেদ বেলাল, সহকারি মহাপরিদর্শন (সাধারণ) মোতালেব মিয়া উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী