ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
মাভাবিপ্রবি বিজিই বিভাগে সেমিনার অনুষ্ঠিত
  • টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • ২০২৪-০১-১৬ ০৯:৫৪:৪৩
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের আয়োজনে 'এডভান্সেস অব বায়োটেকনোলজি ইন ফার্মাসিউটিক্যালস এন্ড হেলথ কেয়ার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি ২০২৩ (মঙ্গলবার) সকাল ১০ টায় বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ উমর ফারুক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম মহিউদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. আশরাফ হোসেন তালুকদার। বায়োটেকনোলজিস্টদের ফার্মাসিউটিক্যালস এবং স্বাস্থ্য সেবায় কি অবস্থান ও গুরুত্ব তা প্রতিপাদন করাই ছিল উক্ত সেমিনারের মূল আলোচ্য বিষয়। এই বিষয়ে এরিস্ট্রাফার্মা লিমিটেডের বায়োটেক প্লান্টের হেড ড. মোঃ আব্দুল হক ফার্মাসিউটিক্যালসে বাংলাদেশের কোম্পানিগুলোর অবস্থান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। বিজিই বিভাগের অ্যালামনাই বর্তমানে অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের ড্রাগ ডিসকভারি ল্যাবে কর্মরত ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক ড্রাগ উদ্ভাবনের কৌশল সম্পর্কে তাঁর গবেষণাকর্ম উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী দিচ্ছি অন্যান্য কলেজ থেকেও একই ধরনের ডিগ্রী প্রদান করা হচ্ছে। কলেজে জ্ঞান বিতরণ করা হয় আর বিশ্ববিদ্যালয়ে জ্ঞান তৈরি ও বিতরণ করা হয়। জ্ঞান তৈরির জন্য প্রয়োজন গবেষণার। এ কারণে গবেষণা খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক গবেষণা ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী ২০২৪-২৫ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় থেকে ২৫ লক্ষ টাকার ৪টি প্রজেক্ট দেয়া হয়।
বাংলা দেশের মোসলমানরা ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ না : মঈন খান
টেকনাফে পাহাড় থেকে ১৭ বনকর্মীকে অপহরণ
পলাশে শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম