ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
পাবনায় নাট্যাচার্য সেলিম আল দীন এর ১৬ তম প্রয়াণ দিবস পালন
  • আলমগীর কবীর হৃদয়, পাবনা
  • ২০২৪-০১-১৪ ১২:০৮:২৬
বাংলাদেশ গ্রাম থিয়েটার এর বনমালী অঞ্চলের আয়োজনে পাবনার সাংস্কৃতিক চত্বরে ১৪ জানুয়ারি সন্ধ্যায় 'হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে' প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরীর সঞ্চালনায়, চিকনাই থিয়েটারের সদস্য ও বনমালী অঞ্চলের সমন্নয়ক আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা থিয়েটার ৭৭ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাপ্তাহিক বাশঁপত্র'র বার্তা সম্পাদক কবি, গীতিকার বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, সাথিয়া থিয়েটারের সভাপতি অধ্যাপক আব্দুদ দায়েন, এ্যাড.ইমরান, চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ান বাদল, কবি গীতিকার সুরকার এনামুল হক টগর, সোনার বাংলা মা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ সুমন আলী, উত্তরণ পাবনার সহ সাহিত্য সম্পাদক নীল নীলিমা, গণশিল্পীর সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক,কবি ও শিক্ষাবিদ আব্দুল হালিম বাচ্চু প্রমুখ।
প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!