ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
বান্দরবান অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২৪-০১-১১ ০৬:৫২:৫৫
বান্দরবানে ৪৫০ জন গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। বৃস্পতিবার (১১ জানুয়ারি) সকালে মেঘদূত ক্যান্টিনের সম্মুখ চত্বরে বান্দরবান জোনের আওতাধীন পৌরসভার ৯ ওয়ার্ডের মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর স্টাফ অফিসার্স, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ। এসময় মেজর এ এস এম মাহমুদুল হাসান বলেন, কনকনে এই শীতের সময়কে মোকাবেলা করতে সেনা জোনের উদ্যোগে বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে পৌরসভার মধ্যে বসবাসরত গরীব ও অসহায় মানুষের কিছুটা হলেও শীতের নিবারণ হবে। আমরা সম্প্রীতির বান্দরবানে সবাই মিলেমিশে একত্রে চলতে চাই। সেনা জোনের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি বর্তমানের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
 পটুয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
 ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার  ছাত্র-জনতার  সরকার
শেখ হাসিনা সাইকোপ্যাথ প্রধানমন্ত্রী ছিলেন: মামুনুল হক