ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবান অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২৪-০১-১১ ০৬:৫২:৫৫
বান্দরবানে ৪৫০ জন গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। বৃস্পতিবার (১১ জানুয়ারি) সকালে মেঘদূত ক্যান্টিনের সম্মুখ চত্বরে বান্দরবান জোনের আওতাধীন পৌরসভার ৯ ওয়ার্ডের মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর স্টাফ অফিসার্স, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ। এসময় মেজর এ এস এম মাহমুদুল হাসান বলেন, কনকনে এই শীতের সময়কে মোকাবেলা করতে সেনা জোনের উদ্যোগে বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে পৌরসভার মধ্যে বসবাসরত গরীব ও অসহায় মানুষের কিছুটা হলেও শীতের নিবারণ হবে। আমরা সম্প্রীতির বান্দরবানে সবাই মিলেমিশে একত্রে চলতে চাই। সেনা জোনের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি বর্তমানের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী