ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ ও জিংক ধান বীজ বিতরণ
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • ২০২৪-০১-১০ ২০:৫৮:০১
হারভেস্টপ্লাস এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টর আওতাধীন ২১০ জন অগ্রণী কৃষক-কৃষানিকে প্রশিক্ষণ প্রদান ও তাদের মাঝে জিংক ধান বীজ বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়ন ফেডারেশন এ উক্ত কার্যক্রম আয়োজন ও পরিচালনা করেন ইএসডিও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং ইএসডিওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। জিংক ধানের চাষাবাদ, জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধান বীজ উৎপাদন, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষন প্রদান শেষে প্রতিটি কৃষক-কৃষাণীকে ৪ কেজি করে জিংক ধান যথা: ব্রি ধান৭৪, ব্রি ধান ৮৪ ও ব্রি ধান১০০ এর বীজ প্রদান করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী