ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যাকান্ডের বিচরি দাবিতে মানববন্ধন
  • মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি:
  • ২০২৪-০১-১০ ২০:৪৬:৩৩
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জরিতদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনষ্ঠিত হয়েছে। বুধবার (১০জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এমদাদুল উলুম নুরানী হাফেজী ও ক্বওমিয়া মাদ্রসার সম্মুখ সড়কে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন নিহত ফুয়াদ কাজীর পরিবারের সদস্য ও এলাকাবাসি। এ সময় কান্নারত অবস্থায় তার পিতার হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের পুত্র সাফিন কাজী । এলাকার সর্বস্তরের জনগন, সুশীলসমাজ এবং পরিবার বর্গ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নলছিটিউ পজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (সাবেক) আবদুল বারেক হাওলাদার, নিহতের পিতা মকবুল হোসেন কাজী, সন্তান সাফিন কাজী, বড়ভাই ফয়সাল কাজী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম শহিদুল ইসলাম পান্নু প্রমুখ। বক্তারা বলেন, ফুয়াদ কাজী আমাদের এলাকার একজন সবার সুপরিচিত মুখ। সে কারও সাথে এমন আচরণ করেনি যে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে হবে। তাকে হত্যা করতে দূরের মানুষ আসেনি আমাদের আশেপাশের কেউ না কেউ ফুয়াদ কাজী হত্যায় জরিত। আমাদের দাবী দ্রæততম সময়ের মধ্যে আসামীদের শনাক্ত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেন। উল্লেখ্য গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে ৯ জানুয়ারী নিহতের বড়ভাই ফয়সাল কাজী বাদি হয়ে অজ্ঞাত আসামী কওে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী