দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহণ শেষে ভোটগণনার পর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারী ভাবে পাবনার ৫ টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করে।
যথাক্রমে পাবনা-১ আসনে নৌকার প্রার্থী এ্যাড শামসুল হক টুকু ৯৪,৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদ পেয়েছেন ৭২,৩৮৭ ভোট।
পাবনা-২ আসনে নৌকা প্রতীকে ১,৬৫,৮৪২ ভোট পেয়ে আহমেদ ফিরোজ কবির বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডলি সায়ন্তনী নোঙর প্রতিকে ৪,৩৮২ ভোট পেয়েছেন।
পাবনা-৩ মকবুল হোসেন নৌকা প্রতীকে ১,১৯,৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ পেয়েছেন ১,০০,১৫৯ভোট।
পাবনা-৪ গালিবুর রহমান শরীফ নৌকা প্রতীকে ১,৬৭,৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
পাঞ্জাব আলী বিশ্বাস ভোট পেয়েছেন ১৪,৬৬২ ভোট।
পাবনা-৫ সদর আসনে গোলাম ফারুক প্রিন্স নৌকা প্রতীকে ১,৫৭,২৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন হাতুড়ি প্রতিকে পেয়েছেন ৩,৩১৬ ভোট।