ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পাবনার ৫ টি আসনের সবকটিতেই নৌকার প্রার্থী বিজয়ী
  • আলমগীর কবীর হৃদয়, পাবনা:
  • ২০২৪-০১-০৮ ০০:৪৪:৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি  সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহণ শেষে ভোটগণনার পর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারী ভাবে পাবনার ৫ টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করে। 

যথাক্রমে পাবনা-১ আসনে নৌকার প্রার্থী এ্যাড শামসুল হক টুকু  ৯৪,৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদ পেয়েছেন ৭২,৩৮৭ ভোট।

পাবনা-২ আসনে নৌকা প্রতীকে ১,৬৫,৮৪২ ভোট পেয়ে আহমেদ ফিরোজ কবির বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডলি সায়ন্তনী নোঙর প্রতিকে ৪,৩৮২ ভোট পেয়েছেন। 

পাবনা-৩ মকবুল হোসেন নৌকা প্রতীকে ১,১৯,৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ পেয়েছেন ১,০০,১৫৯ভোট।

পাবনা-৪ গালিবুর রহমান শরীফ নৌকা প্রতীকে ১,৬৭,৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 
পাঞ্জাব আলী বিশ্বাস ভোট পেয়েছেন ১৪,৬৬২ ভোট।

পাবনা-৫ সদর আসনে গোলাম ফারুক প্রিন্স নৌকা প্রতীকে ১,৫৭,২৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন হাতুড়ি প্রতিকে পেয়েছেন ৩,৩১৬ ভোট।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত