ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার ৪টিতে আওয়ামীলীগ, ২টিতে স্বতন্ত্র
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • ২০২৪-০১-০৮ ০০:৪১:০১

ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি আসনের ৪ টিতে আওয়ামীলীগ এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকের আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামানকে বেসরকারীভাবে নির্বাচিত ঘােষনা করা হয়েছে। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বি এম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট। 

ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনেও বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকের মঈন উদ্দিন মঈনকে। তার প্রাপ্ত ভোট-৮৪০৬৭। তার নিকটতম প্রতিদ্বন্ধি আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন ৫৫৪৩১ ভোট। তৃতীয় লাঙ্গল প্রতীকের রেজাউল ইসলাম ভূইয়া পেয়েছেন ৩৪০৮ ভোট। 

ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনে আওয়ামীলীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।  তিনি পেয়েছেন ১লাখ ৫৮ হাজার ৮৭২ ভোট।  নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের ফিরোজুর রহমান পেয়েছেন ৬৪ হাজার ৩৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে আওয়ামীলীগ প্রার্থী,আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে। তিনি পেয়েছেন ২লাখ ২০৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান(আম)পেয়েছেন ৬৫৮৬ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের ফয়জুর রহমান বাদল। তিনি পেয়েছেন ১লাখ ৬৫৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির মো: মোবারক হোসেন পেয়েছেন ৩৩৭৮ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-৬(বাঞ্ছারামপুর) আসনেও জয় পেয়েছেন আওয়ামীলীগ প্রার্থী ক্যাপ্টেন অব. এ বি তাজুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির এডভোকেট মো: আমজাদ হোসেন পেয়েছেন ২৮১৭ ভোট। 

পেঁয়াজের বিজ চাষ করে লাখপতি ঠাকুরগাঁও এর মোয়াজ্জেম
ইএসডিও আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে  উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার  নামাজ আদায়
সর্বশেষ সংবাদ