দুর্গাপুরে নৌকা'র সমর্থক যুবলীগ নেতা মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ
- মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
-
২০২৪-০১-০৭ ০৪:১১:৪৪
- Print
রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার রৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র সাংসদ প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতিকের সমর্থক ও ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগ মনোনীত সাংসদ প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নৌকা প্রতীকের সমর্থক মেহেদী হাসানকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।
আটককৃত মেহেদী হাসান পৌর এলাকার রৈপাড়া সরকারপাড়া গ্রামের মৃত আলহাজ্ব মনতাজ আলীর পুত্র ও ওয়ার্ড যুবলীগ নেতা।
দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল রাজ্জাক বলেন, স্বতন্ত্র সাংসদ প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতিকের সমর্থক ও ভোটারদের রৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আসতে বাঁধা সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগ মনোনীত সাংসদ প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নৌকা প্রতীকের সমর্থক রৈপাড়া সরকারপাড়া গ্রামের মৃত আলহাজ্ব মনতাজ আলীর পুত্র ওয়ার্ড যুবলীগ নেতা মেহেদী হাসান (২৬) কে কেন্দ্র এলাকা থেকে আটক করা হয়। দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, স্বতন্ত্র সাংসদ প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতিকের সমর্থক ও ভোটারদের রৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আসতে বাঁধা সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত মেহেদী হাসান থানা হেফাজতে রয়েছে।