ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
নাসিরনগরে ভোটারের লাইন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৪-০১-০৭ ০৩:২৮:৫০
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। সবকেন্দ্রেই ভোটার ছিলো দেখার মতো। কেন্দ্রের বাইরেও ছিলো মানুষের ভীড়-জটলা। একই দৃশ্য দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আসনে)। এ দুটি আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে চাঙ্গা করেছেন। ১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ ছেড়ে স্বতন্ত্র প্রতিদ্বন্ধিতায় আসা কলারছড়ি প্রতীকের আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামানের সাথে প্রতিদ্বন্ধিতা হচ্ছে নৌকার প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রামের। দুপুর পৌনে ২ টা পর্যন্ত ফান্দাউক সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৫০ ভাগ ভোট কাষ্ট হয় বলে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোখলেছুর রহমান জানান। কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৪২২। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ জানান- তাদের এখানে ৭০ ভাগ ভোট কাষ্ট হতে পারে। গুনিয়াউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ভোট কাষ্ট হয় ১৪'শ-র মতো। কেন্দ্রটির ভোটার ৪৩২৩। এই কেন্দ্রে ভোট দিতে আসেন শতবর্ষী আলী রাজা চৌধুরী। বলেন- আর হয়তো ভোট দিতে পারবনা। তিনি সবার দোয়া কামনা করেন। এই কেন্দ্রে আরো কয়েকজন অধিক বয়সীকে ভোট দিতে দেখা গেছে। নূরপুর লাখাজুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও সকালে নারী ভোটারের লম্বা সারি দেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল-আশুগঞ্জেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতা। তবে সকাল সাড়ে ৯টার দিকে কুট্টাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র,উচালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে কেন্দ্র দুটির বাইরে ছিলো সরগরম পরিবেশ। এসব কেন্দ্রের বাইরে ভোটের দিনের জন্যে অস্থায়ী দোকানপাটও খোলা হয়। এই আসনেও স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকের মো: মঈন উদ্দিন মঈন,ঈগল প্রতীকের জিয়াউল হক মৃধার লড়াইয়ে সারা দিয়েছে ভোটাররা। এছাড়াও আওয়ামীলীগের ছাড় দেয়া আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল ইসলাম ভূইয়া প্রতিদ্বন্ধিতায় রয়েছেন।
পেঁয়াজের বিজ চাষ করে লাখপতি ঠাকুরগাঁও এর মোয়াজ্জেম
ইএসডিও আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে  উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার  নামাজ আদায়
সর্বশেষ সংবাদ