ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলার লালমোহনে ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
  • লালমোহন প্রতিনিধি:
  • ২০২৪-০১-০৭ ০০:৩১:৪৭

ভোলার লালমোহনে স্ট্রোক করে ভোটকেন্দ্রে দায়িত্বরত  সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়েছে।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্বে থাকাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর।

এ সময় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তাফিজুর রহমান লালমোহন পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তার গ্রামের বাড়ি উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ি। বাসিন্দা এবং উপজেলা সংলগ্ন খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গোলেনুর বেগমের স্বামী ছিলেন।

তিনি লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইটিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী