ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ইসাব -এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৪-০১-০৪ ১৩:১৩:৫৫
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ইসাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ নিয়াজ আলী চিশতি এবং মহাসচিব হিসেবে দায়িত্ব নেন জাকির উদ্দিন আহমেদ। ইসাবের বিদায়ী সভাপতি জহির উদ্দিন বাবর ও মহাসচিব এম মাহমুদুর রশিদ নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্যান্যরা হলেন জেষ্ঠ্য সহ-সভাপতি এসএম শাহজাহান সাজু। সহ-সভাপতি মতিন খান, মোহাম্মদ ফয়সাল মাহমুদ, ইঞ্জিনিয়ার মো. মঞ্জুর আলম এবং এম মাহমুদুর রশিদ, যুগ্ম-মহাসচিব মোঃ মাহমুদ-ই-খোদা, সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাহাবুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নূর-নবী, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, পরিচালক মো. ওয়াহিদ উদ্দিন, ইঞ্জিঃ মোঃ আল-এমরান হোসেন, মেজর মোহাম্মদ আশেক কামাল (অবসরপ্রাপ্ত), এবং মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিন হেলালী। তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়ন, নগরায়ন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং সরকারের নানা প্রণোদনার কারণে গত এক দশকে দেশে ইলেকট্রনিকস সেইফটি অ্যান্ড সিকিউরিটি পণ্যের চাহিদা বেড়েছে ৫ থেকে ৬ গুণ। সে সাথে শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান এবং গৃহস্থালি ও আবাসন খাতেও ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ বিষয়টির গুরুত্ব বেড়েছে।’ তিনি এমন প্রেক্ষাপটে, আমদানি নির্ভরতা কমিয়ে আনতে দেশেই ইলেকট্রনিকস সেইফটি অ্যান্ড সিকিউরিটি পণ্য বা যন্তাংশ উৎপাদন শুরু করতে ইসাবের সদস্যদের আহ্বান জানান। নবনির্বাচিত সভাপতি মোঃ নিয়াজ আলী চিশতি বলেন, বাংলাদেশকে একটি নিরাপদ বিনিয়োগের দেশ হিসেবে গড়ে তুলতে প্রতিনিয়ত ইসাব সদস্যরা ভূমিকা রেখে চলেছে। আমদানিনির্ভর এই সেক্টর দেশীয় উৎপাদনে রূপান্তরিত হয়ে বৈদেশিক মুদ্রা আয়ের একটি আকর্ষণীয় খাত হতে পারে। দেশে কীভাবে অগ্নিনিরাপত্তা এবং সুরক্ষা সরঞ্জাম তৈরি করা যায় তা নিয়ে আমাদের ব্যাপক ভাবে কাজ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষন, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মাদ হাতেম, এফবিসিসিআই’র পরিচালকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ।
যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার
৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী
ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮