ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আমার দরজা সকলের জন্য খোলা থাকবে বললেন নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদল
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৪-০১-০৪ ১৩:০৯:০২
আমার দরজা সকলের জন্য খোলা থাকবে বললেন -৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদল। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দির গণি শাহ'র মাজার প্রাঙ্গণে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। এসময় ফয়জুর রহমান বাদল বলেন, আমরা ঐতিহ্যবাহী নবীনগর এলাকার অধিবাসী। আমরা শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে। আমাদের একটি দোষ আছে, তা হচ্ছে আমরা বিভিন্ন ভাবে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত। আমরা যেহেতু দাঙ্গায় লিপ্ত থাকি সেজন্যে এমপির ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি কথা দিচ্ছি সকলের সাথে মিলে মিশে দাঙ্গা নিরসনে কাজ করবো। আমি নিরপেক্ষ ভাবে সকলের হয়েই কাজ করবো। আমরা নবীনগরকে একটি শান্তির নবীনগর হিসেবে দেখতে চাই। তিনি বলেন, আমি অন্যায়ের কোন প্রশ্রয় দিব না এবং কোন দলের পক্ষ নিব না। আমাকে আশেপাশের কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা নিশ্চিত করে বলতে পারি, অতীতেও আমি এমপি থাকার সময় কারো কথায় নিয়ন্ত্রণ হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন সায়ানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ, বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লাল মিয়া, সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সোহেল, জেলা পরিষদের সাবেক সদস্য বোরহান উদ্দিন ও নুরুন্নাহার বেগম প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নানান সময়ে সংঘর্ষের কারণে সমালোচিত হয়েছে। এরমধ্যে করোনা ভাইরাসের মহামারীতে গ্রাম্য দাঙ্গায় পা কেটে নিয়ে মিছিল সারাদেশ জুড়ে সমাচোলনা হয়েছিল।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী