কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এবং কক্সবাজার পৌরসভার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেই শহরের পুরাতন বার্মিজ মার্কেটস্থ পুরাতন ম্যালেরিয়া অফিসের সামনে নির্মাণ করা হচ্ছে অবৈধ বাণিজ্যিক ভবন। কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া মাস্টার পাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী মোস্তাক আহমদের নির্দেশে বিরোধপূর্ণ জমিতে চালানো হচ্ছে এই ভবন নির্মাণ কাজ।
জানা গেছে, গত বছরের অর্থাৎ ২০২৩ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শুরুর দিকে কউকের অনুমোদনছাড়া বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। পরবর্তীতে নির্মাণাধীন ভবনের বিরোধের বিষয়টি কক্সবাজার পৌরসভার নজরে আনা হয়। এরপর ওই বছরের ৭ ডিসেম্বর পৌরসভার পক্ষ থেকে মেয়র (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু সেই নির্দেশকে তোয়াক্কা না করেই মোস্তাক আহমদের লোকজন নির্মাণ কাজ চালিয়ে যায়। এক পর্যায়ে ভবন নির্মাণের জন্য ১৮টি আরসিসি পিলার নির্মাণ সম্পন্ন করে তারা।
৩ জানুয়ারি নির্মাণাধীন ভবনস্থলে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই সেখানে সিমেন্ট এবং রড জড়ো করা হচ্ছে। ভেতরে নির্মাণশ্রমিকরা চালিয়ে যাচ্ছে কাজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো হচ্ছে নির্মাণ কাজ। কাজের দেখভাল করছে মোস্তাক আহমদের নিয়োজিত কয়েকজন লোক।
এদিকে, ওই বছরের ১৮ ডিসেম্বর শহরের মধ্যে অনুমোদনহীন ভবন নির্মাণের বিষয়টি গোচরে আসে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)’র। ওই দিনই কউক’র পক্ষ থেকে ২জন বিল্ডিং ইন্সপেক্টর নির্মাণাধীন ভবন পর্যবেক্ষণে এসে ঘটনার সত্যতা নিশ্চিত হন। পরবর্তীতে কউক’র পক্ষ থেকে মোস্তাক আহমদের অনুপস্থিতিতে তার এক প্রতিনিধিকে ভবন নির্মাণ কাজ স্থগিত রাখতে নোটিশ দেয়া হয়। সেই নোটিশের পরোয়া না করেই নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়েছে।
এদিকে, ২০২৪ খ্রিস্টাব্দের ২ এবং ৩ জানুয়ারি বিষয়টি নিয়ে কউক অফিসে যোগাযোগ করা হলে, কার্যালয়টির পরিকল্পনা বিভাগের এক কর্মকর্তা মোস্তাক আহমদের নামে শহরের বার্মিজ মার্কেট এলাকায় কোন ভ‚মি ব্যবহার ছাড়পত্র দেয়া হয়নি বলে জানান। তিনি আরো জানান, মোস্তাক আহমদের পক্ষে জনৈক রফিকুল ইসলাম ভূমি ব্যবহার ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। তবে, সেই আবেদন এখনো মঞ্জুর করা হয়নি।
অন্যদিকে, কার্যালয়টির অথরাইজড অফিসারের কার্যালয়ে গিয়ে জানা গেছে, মোস্তাক আহমদ নামে কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় কাউকে ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়নি।