ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
আমার সাথে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী নেই ভেবে ভোট ভোটকেন্দ্রে যাবেনা সেটা যেন না হয়: তোফায়েল
  • মোঃ জহিরুল হক, ভোলা:
  • ২০২৪-০১-০৩ ১২:২২:১২

ভোলা-১ আসনের আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন  আমার সাথে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী নেই ভেবে ভোট ভোটকেন্দ্রে যাবেনা সেটা যেন না হয়।  আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন। আমার সাথে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী নেই ভেবে ভোট ভোটকেন্দ্রে যাবেনা সেটা যেন না হয়। আগামী দিনে ভোলার অসমাপ্ত কাজ গুলি সমাপ্ত করার জন্য সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। মঙ্গলবার (৩ জানুয়ারী) বিকালে ভোলা সদর উপজেলার  নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন।

এই সময় পথসভাটি এক পর্যায় জনসভায় রুপ নেয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রবীন এই রাজনীতিবিদ কে এক নজর দেখার জন্য ছুটে আসেন। এসময় পথসভায় হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

পথসভায় তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়।

ভোলার নদীর ভাঙ্গন রোধ করাসহ সড়ক নির্মাণ ও বিদ্যুৎ লাইন স্থাপন সহ বিভিন্ন পর্যায়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। একটি স্বপ্ন ইনশাআল্লাহ আওয়ামী লীগের সরকার আমলেই পূর্ণ করবো ভোলা-বরিশাল সেতু নির্মাণ। শুধু তাই নয় ভোলার গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা হবে। অসমাপ্ত উন্নয়ন সপন্ন করতে নৌকায় ভোট দিন।

তোফায়েল আহমেদ আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করছে। দেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বার বার নৌকা মার্কাকে অর্থাৎ আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে মেগা প্রকল্প পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল প্রকল্পের কাজ সহ বিভিন্ন পর্যায়ের উন্নয়ন হয়েছে। অসমাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী ৭ জানুয়ারী সারা দিন লাইনে দাঁড়িয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ভোলার নদীর ভাঙ্গনে ইতিমধ্যে একশ ছয় কোটি নদীর তীর সংরক্ষণ ও বাঁধের জন্য বরাদ্দ এবং ৬৮৯কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। ভোলার সামগ্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ভোলা হবে বাংলাদেশের মডেল জেলা।তাই বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের উন্নয়ন সম্ভব। আগামীতেও অসমাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফেরদৌস আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবীরসহ আরো অনেক। সভার সঞ্চালনা করেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত