ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ভোলায় নেমেছে নৌবাহিনী
  • মোঃজহিরুল হক, ভোলা
  • ২০২৪-০১-০৩ ১২:২০:৪৪

ভোলায় জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৯ শতাধিক নৌ বাহিনীর সদস্য টহল শুরু করেছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে একযোগে জেলার  চারটি আসনের সাতটি উপজেলায় টহল শুরু করেন তারা।সকাল থেকেই সড়কে সড়কে সাইরেন বাজিয়ে গাড়ি বহন নিয়ে টহল দিতে দেখা যায় নৌ সেনাদের।

স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ভোলার ৭টি উপজেলায় সাতটি কন্টিনজেন্ট নৌ সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নৌ-অঞ্চল ঘাঁটি থেকে যাত্রা শুরু করে বিকেলে ভোলা পৌঁছায়।
আগামী ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন। নৌবাহিনীর সদস্যরা ভোটের দিন ও ভোটের আগে পরে দুই দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে। 

সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় ক্যাপ্টেন শরীফুল হক এর নেতৃত্বে ভোলায় দায়িত্ব পালন শুরু করেছেন তারা।

এ  বিষয়ে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘সকাল থেকে নৌবাহিনীর সদস্যরা টহল শুরু করেছেন। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দিবেন, টহল দিবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন। এ ছাড়াও কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করবেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী