ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রধানমন্ত্রীর কাছে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া:
  • ২০২৪-০১-০৩ ১২:১২:৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভার্চুয়াল নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এখানে একটি সরকারী বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন সদর আসনের আওয়ামীলীগ প্রার্থী,জেলা আওয়ামীলীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বুধবার বিকেলে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা হয়। এতে ভার্চুয়ালী প্রধানমন্ত্রী যুক্ত হয়ে দলের প্রার্থীদের সাথে পরিচত হন এবং নতুন প্রজন্মের দু’জন ভোটারের বক্তব্য শুনেন। এছাড়াও প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। 

জনসভার সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী তার প্রারম্বিক বক্তব্যে বলেন- প্রধানমন্ত্রী যে মাঠে দাড়িয়ে আপনার সাথে মিলিত হয়েছি সেটা হলো নিয়াজ মুহম্মদ স্কুল মাঠ বলা হয়। কিন্তু এটার পাশে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজও। ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে আপনি ১০ তলা বিল্ডিং দিয়েছেন,একাডেমিক ভবন দিয়েছেন। ৬তলা একাডেমিক ভবন দিয়েছেন। আমাদের শ্রদ্ধেয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের নামে নারীদের একটি হোস্টেল দিয়েছেন। আপনি এই নিয়াজ মুহম্মদ স্কুলের বিল্ডিং করে দিয়েছেন। একটা না অনেকগুলো। আমরা একটি সরকারী বিশ্ববিদ্যালয় চাই এই ব্রাহ্মণবাড়িয়ায়। আমরা একটি সরকারী মেডিকেল কলেজ চাই। একটা সরকারী কৃষি কলেজ চাই। আরেকটা ষ্টেডিয়াম চাই। 

এর আগে জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করাতে গিয়ে মোকতাদির চৌধুরী বলেন- আপনি আমাকে পুনরায় মনোনয়ন দিয়েছেন,এজন্যে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে আমরা ৫ জন নৌকা মার্কার প্রার্থী আছি। একটি সিট আপনি অন্যদেরকে ছেড়ে দিয়েছেন। এরপর ৪ আসনের এডভোকেট আনিসুল হক, ৬ আসনের ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম, ৫ আসনের মো:ফয়জুর রহমান বাদল এবং ১ আসনের ফরহাদ হোসেন সংগ্রামকে পরিচয় করিয়ে দেন। তিনি সামনের সারিতে বসা দলের প্রার্থী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু,নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি,সাবেক মেয়র মো: হেলাল উদ্দিন,সহ-সভাপতি হাজী মো: হেলাল উদ্দিন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,পৌরসভার মেয়র নায়ার কবিরসহ অন্যদের পরিচয় করিয়ে দেন।

দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ