ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নরসিংদী ৩ শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা আহত ৫ থানায় অভিযোগ
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৪-০১-০৩ ১২:১১:৪৫

৩ জানুয়ারি শিবপুর উপজেলার আশ্রাবপুর পূর্ব পাড়া সিরার মার্কেট সংলগ্নে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ঈগল মার্কার উঠান বৈঠকে সন্ত্রাসীরা হামলা করে ব্যাপক ভাংচুর  করেন এতে আহত হয় ৫জন আহতরা হলেন,ইমরান হোসেন  (৪৫), মুরশিদা ( ৩৫,) আবুল হোসেন ( ৫০,)সাদিয়া ( ৩৫, ) রবিউল ( ৪০)।

আলহাজ্ব সিরাজুল ইসলাম  মোল্লা ঈগল মার্কার প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুব  মোল্লা তাজুল  জানান আমি থানায় অভিযোগ করেছি এবং আমার যে সকল কর্মীরা আহত হয়েছে তাদেরকে  স্হানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি, বর্তমানে ঈগল মার্কার প্রার্থী ও কর্মী সমর্থকরা  নিরাপত্তাহীনতায় ভুগছে। কাউসার ও জাকিরের নেতৃত্বে হামলা হয়েছে আমি তাদের বিচার চাই। আহত মুর্শিদা জানান নৌকার বইটা দিয়ে তিনটি হাই এক্স গাড়ি দিয়ে ২০-২৫ জন সশস্ত্র বাহিনী আমাদের উপরে ব্যাপক হামলা করেছে এবং মারধর করেছে আমাদের নির্বাচনী ক্যাম্প ও বাঁশ দিয়ে বানানো ঈগল ভাঙচুর করেছে আমরা তাদের বিচার চাই। এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি আহতদের সাথে আলাপ করেছেন এবং তাদেরকে  বিচারের আশ্বাস দেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত