ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় ৭ লাখ ১৩ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে
  • মোঃ জহিরুল হক, ভোলা:
  • ২০২৪-০১-০১ ০৮:৫৪:৪৩

ভোলায় ৭ লাখ ১৩ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। ভোলায় আনন্দমুখর পরিবেশে শুরু হলো শিক্ষার্থীদের বই বিতরণ উৎসব। নতুন বছরের প্রথম দিনে নতুন পাঠ্যবই হাতে পেয়ে উচ্ছ্বসিত ভোলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে ভোলা জেলার বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। আর নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রতিটি বিদ্যালয়েই বিরাজ করেছে উৎসবের আমেজ।

সোমবার সকালে ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেহ্ উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আগে আমাদের দেশের অনেক শিক্ষার্থী ক্লাস থ্রী বা ফোর এর বেশি পড়ত না। কিন্তু বর্তমান সরকার এটা অনুধাবন করেছে যে, কোনো জাতিকে উন্নত করতে গেলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। ফলে বাংলাদেশে আগের চেয়ে শিক্ষার মান অনেক বেড়েছে। তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আজ থেকে আনন্দের সাথে পড়ালেখায় মনোযোগি হওয়ার আহবান জানান তিনি।এর আগে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ উৎসব উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক উজ্জামান। এসময় বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও পর্যায়ক্রমে ভোলার সাত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তারা বই বিতরণ উৎসব উদ্বোধন করেন। এবছর ভোলা জেলার মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ি, কারিগরী ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ লাখ ১৩ হাজারেরও অধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী