ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
  • নাজমুল হোসেন (সিরাজগঞ্জ):
  • ২০২৪-০১-০১ ০৮:৩৭:৩৯

বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিনামূল্যে  বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (১ জানুয়ারি) সকাল ১০ টার সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজিত বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি  হাজী মোঃ আব্দুস সাত্তার। 

বক্তারা বলেন, বছরের প্রথমদিন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত শিক্ষাঙ্গন। আর এই বই উৎসবের অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিশ্বের কাছে এই বই উৎসব রোল মডেল।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই পারে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে। শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকারের বিভিন্ন পদক্ষেপ দেশে বিদেশে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, সহকারী প্রধান  শিক্ষক রফিকুল ইসলাম সহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ , রাজনৈতিক ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী