ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই: হুইপ ইকবালুর রহিম
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৪-০১-০১ ০৮:৩১:০০

নতুন প্রজন্মদের স্মার্ট বাংলাদেশ গড়তে, দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই।
উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। পৃথিবীর অনেক উন্নত দেশও বিনামূল্যে গৃহহীনদের ঘড় দেয় না। যা শেখ হাসিনা করে দেখিয়েছেন। বিএনপি-জামায়াতের আমলে ২৪ ঘন্টার মধ্যে ২২ ঘন্টায় বিদ্যুত থাকতো না। এখন শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা। বছরে প্রথম দিনে বিনামুল্যে বই বিতরন করা হচ্ছে।

যা নতুন প্রজন্মদের স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভুমিকা পালন করবে। দিনাজপুরে শতভাগ বিদ্যুত আছে বলেই অটো চালকরা অটো চালিয়ে সুন্দরভাবে সংসার চালাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে বলেই।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শ্রমিকদের কল্যানে কাজ করে যাচ্ছেন। বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এদেশের সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছিল। অগ্নিসন্ত্রাস করে মানুষকে হত্যা করেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন। নৌকাকে ভোট দিলে জনগনের জীবনমানের ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা মার্কা)’র দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপির বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ০১ জানুয়ারী সোমবার দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজি বাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

দিনাজপু জেলা ব্যাটারী চালিত ইজি বাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, পৌর কৃষকলীগের আহবায়ক ফয়সাল হাবিব সুমন, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুস সালেকীন রানা, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি আইয়াজ নবী, দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজি বাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির আহবায়ক মোকারম হোসেন, সদস্য সচিব আবু তালেব, শ্রমিক নেতা জুলকার সাগর, আমজাদ আলী, বকুল সহ অন্যরা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী