মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভোলা এলজিইডির ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । ৩১ ডিসেম্বর রবিবার রাতে নির্বাহী প্রকৌশলী দপ্তরের আয়োজনে নির্বাহী প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের মাঠে এ ব্যাডমিন্টন টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নির্বাহী প্রকৌশলী দপ্তর সহ সকল উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মোট ১৫ টিমের অংশ গ্রহনের মাধ্যমে তিন দিনব্যাপি এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল - মো: আলী জুটি চ্যাম্পিয়ন ও হাদী মাহমুদ ও মো: হেলাল ঠাকুর জুটি রানার্সআপ হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ বিজয়ীদের স্মার্ট ওয়াচ এবং দৃষ্টিনন্দন ট্রফি প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের মাঝে স্বান্তনা পুরষ্কার দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল, সিনিয়র সহকারী প্রকৌশলী ম. বিল্লাল হোসেন, সহকারী প্রকৌশলী এহসান আহমদ ইমন, সহকারী প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, ভোলা সদর উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান,লালমোহন উপজেলা প্রকৌশলী রাজিব সাহা,দৌলতখান উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন, চরফ্যাশন উপজেলা প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন, উপ সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন, হিসাব রক্ষক মিজানুর রহমান, উচ্চমান সহকারী মোঃ মজিবর রহমান প্রমুখ।
টূর্নামেন্ট শেষে রাতের আনন্দভোঁজের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে ২০২৩ বর্ষ বিদায় এবং ইংরেজি নববর্ষ ২০২৪ কে স্বাগত জানিয়েছে ভোলা এলজিইডি ।