ট্রাক প্রতীক এমপি প্রার্থী আফসার আলীর সাতক্ষীরার শহরের বিভিন্ন এলাকায় গনসংযোগ
- শাহেদ উল্লাহ শাহেদ, সাতক্ষীরাঃ
-
২০২৩-১২-৩০ ০৮:১৭:৫৬
- Print
জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফসার আলীর ট্রাক প্রতীকের । ভোট চেয়ে শনিবার দিন ব্যাপি শহরের পুরাতন সাতক্ষীরা, সুলতান পুর, কাঠিয়াসহ নিউমার্কেট, চালতে তলা, মেজিমিঞার মোড় এলাকায় ব্যাপক গনোসংযোগ করেন। এসময় সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন আমি যদি সাতক্ষীরার এমপি নির্বাচিত হতে পারি তাহলে প্রত্যন্ত এলাকায় মানুষের সকল কিছুর সমান সুযোগ করে দেব। সাতক্ষীরা মানুষের কর্মসংস্থানের সুযোগ ও বিভিন্ন পেশা জীবিদের বহুমুখী কর্মক্ষেত্র তৈরী করা সহ স্কুল কলেজ মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ করব এবং সহ সকল ধর্মের মানুষের সমান সুযোগ সৃষ্টি করব। আমি সাতক্ষীরার ওলি গলি সহ পাড়া মহল্লায় মানুষের সাথে কথা বলে বুঝলাম, মানুষ ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমার বিজয় করবে তাই আমাকে অন্তত একবার ভোট দেন আমি এই সাতক্ষীরা কে একটি মডেল সাতক্ষীরা উপহার দেব ভবিষ্যৎ প্রজন্মকে।
এসময় উপস্থিত ছিলেন ট্রাক প্রতিকের নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান আসাদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. গোলাম আজম, তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, আহাদুর রহমান আর্জেদ, আব্দুল হামিদ, মোঃ কামরুজ্জামান কামু, রুহুল কুদ্দুস, আব্দুর রহিম সরদার সহ এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলহাজ্ব আফসার আলী বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমার ট্রাক প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনের উন্নয়ন করার সুযোগ দিবেন। আমি সাতক্ষীরা বাসির উন্নয়ন জন্য যাহা যাহা করার দরকার তাই করা হবে এবং আমি ভোটে নির্বাচিত হলে যে সব অওদা দিয়েছি ভোটারদের।