ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
অগ্নিকান্ডের শিকার পরিবার গুলোর পাশে ডিসি-এসপি
  • লালমনিরহাট প্রতিনিধি :
  • ২০২৩-১২-৩০ ০৬:২৭:৩৯

লালমনিরহাটের হাতীবান্ধায় অগ্নিকান্ডের শিকার ৭টি পরিবার ৮ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর সাথে জীবন পার করছে। গণমাধ্যমে এমন খবর দেখে তাদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতারণ করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। শনিবার বিকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্তরে ৭টি পরিবারকে ২ বান্ডিল করে টিন ও ৬ হাজার করে টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম।

গত ২২ ডিসেম্বর রাতে জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ওই এলাকার জামাল উদ্দিনের ৩ ছেলে ও ৪ নাতির বসতবাড়ি পুড়ে যায়। দিনমজুর ওই ৭টি পরিবার ৮ দিন ধরে খোলা আকাশের নিচে ছোট ছোট বাচ্চা ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। এমন খবর শুক্রবার গণমাধ্যমে প্রকাশ হলে জেলা প্রশাসেকর দৃষ্টিগোচর হয়। শনিবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম হাতীবান্ধায় আসেন। এ সময় ওই ৭টি পরিবারকে ডেকে প্রত্যক পরিবারকে ২ বান্ডিল করে টিন ও ৬ হাজার করে টাকা বিতরণ করেন। এ সময় তাদের প্রয়োজনে আরো সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, আমি ঘটনার দিনই সড়ে জমিনে গিয়ে তাদের কম্বল, চাউলসহ বিভিন্ন সহযোগিতা করেছি। আজ টিন ও নগদ টাকা দেয়া হলো। প্রয়োজনে তাদের পুর্ণবাসনে আরো সহযোগিতা করা হবে।

পেঁয়াজের বিজ চাষ করে লাখপতি ঠাকুরগাঁও এর মোয়াজ্জেম
ইএসডিও আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে  উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার  নামাজ আদায়
সর্বশেষ সংবাদ