দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আজ শনিবার থেকে সাময়িক বন্ধ হয়েছে কয়লা উত্তোলন।
আজ শনিবার ( ৩০ ডিসেম্বর) সকালে খনির ভূগর্ভস্থ ১৪১২ ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় তা বন্ধ করে দেয়া হয়েছে। নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে যে সময় রাগবে সেই সময় পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে এই কয়লা উত্তোলন।
চলতি বছরের গত ১২ অক্টোবর থেকে ১৪১২ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেইজ থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। খনি কর্তৃপক্ষের প্রচেষ্টায় ৫০ হাজার মে.টন কয়লা বেশি উত্তোলন করা সম্ভব হয়েছে।
নতুন ১২০৯ নম্বর ফেইজে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। ৩০ ডিসেম্বর থেকে এই ফেইজে যন্ত্রপাতি স্থাপন শুরু হবে। আগামী ২০২৪ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়লা উত্তোলন শুরুর আশা করছে খনি কর্তৃপক্ষ। জ্বালানি সরবরাহের জন্য আগামী তিন মাসের জন্য বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল্ড ইয়াডে ১ লাখ ৬০ হাজার মে.টন কয়লা মজুত রয়েছে। খনি কর্তৃপক্ষ বলছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আপৎকালীন কয়লা মজুদ রেখে নতুন ফেইজের কাজ শুরু করা হচ্ছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে গড়ে প্রতিদিন ৩ হাজার থেকে ৪ হাজার মে. টন কয়লা উত্তোলনকৃত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, খনির ১৪১২ ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করে কয়লা উত্তোলন করা হবে। খনির নিয়মিত একটি কাজ নতুন ফেইজ তৈরি ও যন্ত্রপাতি স্থাপন করা। আশা করা যাচ্ছে নতুন বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হবে।