ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুরের গণজাগরনের নাট্যোৎসবে ‘মরু থেকে সোনাদ্বীপ’ মঞ্চস্থ
  • শাহ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৩-১২-৩০ ০৪:৩১:১৮

গণজাগরণে শিল্প আন্দোলনের অংশ হিসেবে দিনাজপুরে চলছে "গণজাগরণে নাট্যোৎসব। "

"আজ শনিবার (৩০ ডিসেম্বর)দিনাজপুরের গণজাগরনের নাট্যোৎসবে ক্যাম্পাস থিয়েটারের পরিবেশনায় পথ নাটক ‘মরু থেকে সোনাদ্বীপ’ তিনটি স্থানে মঞ্চস্থ হয়।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র ও রুপরেখা সর্বত্র প্রচারের জন্য ক্যাম্পাস থিয়েটার দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং গ্রুপ থিয়েটার ও দিনাজপুর শিল্পকলা একাডেমির সহযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত লেখক আমিরুল ইসলাম এর রচনায় এবং কাশী কুমার দাস ঝন্টু এর নির্দেশনায় “মরু থেকে সোনাদ্বীপ” পথ নাটকটি শিল্পকলা একাডেমি চত্বরে, বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং বিরল কাঞ্চনঘাট মোড়ে মঞ্চস্থ হয়।

নাটকটি শিল্পকলা একাডেমি চত্বরে উদ্বোধণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, কবি জলিল আহম্মেদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দীন আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি  ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী। এরপর গোর-এ-শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে “মরু থেকে সোনাদ্বীপ” নাটকটির উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু এবং বিরল কাঞ্চনঘাট মোড়ে “মরু থেকে সোনাদ্বীপ” নাটকটি উদ্বোধন করেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়। 

স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পাস থিয়েটারের সভাপতি মাসুমা খাতুন। “মরু থেকে সোনাদ্বীপ” নাটকের বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের অগ্রগতি চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি মৌলবাদী বা সাম্প্রদায়িকতা নিমূলের প্রেক্ষাপট অভিনয়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নাটকে অভিনয় করেন,শাহ্ আলম শাহী,লেলিন নাগ, কাশী কুমার দাস ঝন্টু, মাসুমা খাতুন, সুনীল চক্রবর্তী, রহমতুল্লাহ রহমত, রনি বাউল, মোঃ রেজু, আবুল কালাম, মোঃ মিজানুর রহমান ডফুরা ও মেঘলা।

একই দিনে পর পর তিনটি মঞ্চায়নে এ নাটকটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে নাট্যপ্রেমি ও দর্শকদের হৃদয়ে।

প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!