ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
লালমনিরহাটে নৌকা প্রতীকে আগুন, পাল্টা-পাল্টি অভিযোগ
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট:
  • ২০২৩-১২-৩০ ০৪:১১:৫৬

লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। শনিবার ভোর রাতে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়ে এটা নিশ্চিত না হওয়া গেলেও আওয়ামীলীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর লোকজন পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, ওই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী অফিসের সামনে কাঠ ও কাপড় দিয়ে নৌকা প্রতীক বানিয়ে টাঙিয়ে দেয় আওয়ামীলীগের লোকজন। সেই নৌকায় শনিবার ভোর রাতে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে আওয়ামীলীগের লোকজন জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের সমর্থকদের অভিযোগ, আওয়ামীলীগের লোকজন যখন আমাদের অফিসের গেটে নৌকা তুলে তখনেই আমরা অভিযোগ করেছি যে তারা নিজেরা নিজেদের প্রতীকে আগুন ধরিয়ে দিয়ে আমাদের হয়রানী করেবেন। আজ তাই হলো। আমরা নয়, তারা নিজেই আগুন দিয়েছে তাদের প্রতীকে।

তবে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ প্রার্থী মোতাহার হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামলের দাবী নৌকার জনপ্রিয়তায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভীত হয়ে নৌকা প্রতীকে আগুন দিয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
গাজীপুরে শেখ জামালের ৭১তম জন্মদিন পালন
নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
সর্বশেষ সংবাদ