ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও জিংক ধানের বীজ বিতরণ
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • ২০২৩-১২-২৭ ০৮:১১:৫৫

ঠাকুরগাঁওয়ে ২৫০ জন অগ্রণী কৃষক - কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান এবং তাদের মাঝে জিংক ধান বীজ বিতরণ করা হয়েছে। হারভেস্টপ্লাস এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টর আওতায় গতকাল এই  জিংক ধান  বীজ বিতরণ করা হয়। 

ইএসডিওর আয়োজনে এবং পরিচালনায় ঠাকুরগাঁও জেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ও ইএসডিএফ সেন্টারে দুই ধাপে এই  কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইউ পি মেম্বার এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম ও ইএসডিও এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে জিংক ধানের চাষাবাদ,  জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক ধান বীজ উৎপাদন, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ বিভিন্ন  বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষন প্রদান শেষে প্রতিটি কৃষক-কৃষাণীকে ৪ কেজি করে জিংক ধান যথা: ব্রি ধান৭৪, ব্রি ধান ৮৪ ও  ব্রি ধান১০০ এর বীজ প্রদান করা হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত