কুড়িগ্রামের ফুলবাড়ীতে বরেণ্য লেখক সব্যসাচী সৈয়দ শামসুল হক এঁর ৮৮তম জন্মজয়ন্তীতে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সহযোগিতায় গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২৩, গুণিজন সম্মাননা ও পাঠাগারের শ্রেষ্ঠ পাঠককে পুরস্কার প্রদান করা হয়েছে। কবিপত্নী আনোয়ারা সৈয়দ হক নিজে পুরস্কার বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। একই দিনে তিনি সৈয়দ হক মঞ্চ সংলগ্ন স্থাপিত বঙ্গভাষা লেখক জাদুঘরের শুভ উদ্বোধন করেন।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াই টায় উপজেলার গীতিকার তৌহিদ- উল ইসলাম পাঠাগার সংলগ্ন মঞ্চে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুপম সৈকত অপুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য পেশ করেন, পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন কবিপত্নী কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। আমন্ত্রিত অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার ও বিশিষ্ট শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ।
পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠান শেষে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ এর যৌথ বিজয়ী লেখক রমজান মাহমুদ এবং দিলরুবা নীলা কে গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের পক্ষ থেকে পুরস্কারের অর্থমূল্য ও সম্মাননা স্মারক প্রদান করেন আনোয়ারা সৈয়দ হক। রমজান মাহমুদ তার লেখা বই 'থোকায় থোকায় স্বপ্ন জ্বলে' এবং দিলরুবা নীলা 'আলভি ও তারভূত বন্ধুরা' বইয়ের জন্য এবারের সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার বিজয়ী হয়েছেন। এবারের গুণিজন সম্মাননা পেয়েছেন ভাওয়াইয়া শিল্পী ও গীতিকার অনন্ত কুমার দেবনাথ।
এরপর বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রত্যয় রায় পার্থকে পাঠাগারের শ্রেষ্ঠ পাঠকের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার ২০২১ সাল থেকে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার প্রবর্তন করে। কবির মৃত্যু বার্ষিকীতে বিজয়ী শিশুসাহিত্যিকের নাম ঘোষণা ও কবির জন্মজয়ন্তীতে পুরস্কার প্রদান করে আসছে।