ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুর ৬টি আসনে ২ নৌকার মাঝি নিশ্চিত ,৪ মাঝি অনিশ্চিত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর:
  • ২০২৩-১২-২৭ ০৬:৪৭:৪৬

দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুই নৌকার মাঝি স্বস্তিতে থাকলেও চার নৌকার মাঝি আছে মহান দুশ্চিন্তায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে চার নৌকার মাঝি দুশ্চিন্তার কপালের ভাস বৃদ্ধি পাচ্ছে। নৌকার মাঝি বনাম ডামি নৌকার মাঝি মধ্যে হবে জমজমাট ভোটের লড়াই।

দিনাজপুর ১ (বীরগঞ্জ কাহারোল)  সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বনাম বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া জাকার মধ্যে হবে তুমুল ভোটযুদ্ধ। মাঠ জরিপে দেখা গিয়েছে স্বতন্ত্র প্রার্থী অনেকটা এগিয়ে রয়েছে।

দিনাজপুর ২ (বোচাগঞ্জ বিরল)  এই সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং  তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনের আওয়ামী লীগের কোন ডামী প্রার্থী না থাকায় প্রতিদ্বন্দিতা হবেই না । ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী আবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথে আছেন।

দিনাজপুর ৩ (সদর)  এই সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান জাতীয় সংসদের হুইপ ইকবালুর  রহিম এর সাথে তারই  এক সময়ের সহচর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন জমজমাট লড়াই শুরু হবে। বর্তমানে প্রচার-প্রচারণায় ও সাধারণ মানুষের নিকট গ্রহণযোগ্য প্রার্থী হয়ে উঠায় বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন অনেক এগিয়ে রয়েছে।

দিনাজপুর ৪ (চিরিরবন্দর খানসামা)  এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর  সাথে চিরিরবন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক চিরিরবন্দর  উপজেলা আওয়ামী লীগের  সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিকের সাথে ভোটের যুদ্ধ জমজমাট হয়ে উঠেছে । এই আসনে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিকের জনসমর্থন ও প্রচার-প্রচারণা এগিয়ে রয়েছে এখন পর্যন্ত।

দিনাজপুর ৫ ( ফুলবাড়ী পার্বতীপুর)  এই আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সাবেক গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর  রহমান ফিজার সাতবারের সংসদ সদস্য হওয়ার পর এবার আটবারের এমপি হওয়ার পথে রয়েছেন । কারণ এই আসন থেকে আওয়ামী লীগের ডামি প্রার্থী ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হযরত
আলী বেলাল প্রতিদ্বন্দিতা করলেও জনসম্পৃক্ততা ও প্রচার-প্রচারণায় তিনি নেই।

দিনাজপুর -৬ ( বিরামপুর নবাবগঞ্জ হাকিমপুর ও ঘোড়াঘাট)  এই সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক প্রতিদ্বন্দ্বিতা করছেন ।  তার সাথে সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য ড আজিজুল হক চৌধুরী তিনি ও প্রতিদ্বন্দ্বিতা করছেন।  ডামি  প্রার্থী হিসেবে তার এলাকার মানুষের জনসমর্থন ও আওয়ামী লীগ থেকে এমপি হওয়ার পূর্ব অভিজ্ঞতা থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও প্রচার-প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত