স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ( এলজিইডি) ২০২৩ - ২৪ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ১.৩ কার্যক্রম অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের ( Stakeholders) অংশগ্রহণে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভোলা কার্যালয়ে ভার্চুয়ালী স্থানীয় সরকার প্রকৌশর অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলী আখতার হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল,ভোলা জেলা ইনকিলাবের জেলা সংবাদদাতা প্রভাষক মোঃ জহিরুল হক, ঠিকাদার ও কাউন্সিলর মোঃ মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী ম. বিল্লাল হোসেন, সহকারী প্রকৌশলী এহসান আহমদ ইমন, সহকারী প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, ভোলা সদর উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান,লালমোহন উপজেলা প্রকৌশলী রাজিব সাহা,দৌলতখান উপজেলা প্রকৌশলী শ্যাশল কুমার গাইন,চরফ্যাশন উপজেলা প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন,উপ সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন,হিসাব রক্ষক মিজানুর রহমান, উচ্চমান সহকারী মোঃ মজিবর রহমান, ঠিকাদার আনোয়ার রাব্বি, ঠিকাদার আসাদ মেলকার, প্রমুখ।