ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় "ডামি নির্বাচন" বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ
  • মোঃ জহিরুল হক, ভোলা:
  • ২০২৩-১২-২৭ ০৫:৫৩:০৩

ভোলায়  "ডামি নির্বাচন"বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ করে ভোলা শহরের বাপ্তা বাস স্ট্যান্ড ও সদর রোড এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বাপ্তা বাস স্ট্যান্ড এলাকায় গণসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহবায়ক বশির হাওলাদার, ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপি সদস্য সচিব হেলাল উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি রবিন চৌধুরী,জেলা যুবদল নেতা ওমর ফারুক, সদর উপজেলা যুবদল নেতা মোঃ বিলাল হোসেন,ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের নেতা এমদাদ, নূর মোহাম্মদ রুবেল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল,পৌর আহবায়ক মন্জু,সদস্য সচিব বেলাল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

অপরদিকে দিকে একই সময়  ভোলা সদর রোড এলাকায় বিএনপির নেতা তরিকুল ইসলাম কাদের এর নেতৃত্বে গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় মানুষকে 'ডামি নির্বাচনে' ভোট কেন্দ্রে না গিয়ে বর্জনের আহ্বান জানান তারা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী