ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুর খানসামায় মোটরসাইকেলে ব্যতিক্রমী নৌকা তৈরী করে চলছে নির্বাচনী প্রচারণা
  • সুলতান মাহমুদ, দিনাজপুর:
  • ২০২৩-১২-২৬ ০৫:৪৬:০৩

আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে মোটরসাইকেলে নৌকা তৈরী করে প্রচারণা করছেন এক কর্মী। তাঁর এই ব্যতিক্রমী নৌকা দেখে মুগ্ধ দলীয় নেতাকর্মী, ভোটার ও দর্শক-পথচারীরা।

মোটরসাইকেল বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে নৌকা তৈরী করা আক্তার আলী খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কুমড়িয়া মন্ডলের বাজারের বাসিন্দা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে সরেজমিনে উপজেলার টংগুয়া বাজারে দেখা যায়, ৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নৌকার ফ্রেম ও বৈঠা এবং দিনাজপুর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নির্বাচনী পোস্টার লাগানো ব্যতিক্রমী এই মোটরসাইকেল নিয়ে ঘুরছেন তিনি।

মো: আক্তার আলী বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে মনেপ্রাণে ধারণ করি আর দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীকে ভালোবেসে এই নৌকা তৈরী করে প্রচারণায় নেমেছি। ইনশাআল্লাহ নৌকার বিজয় হবেই।

আওয়ামী লীগ ও নৌকার প্রতি কর্মীর এমন ভালোবাসার প্রশংসা করে খানসামা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, নি:স্বার্থ ভাবে  দলের পিছনে কাজ করা এমন কর্মীদের জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ আজ শক্তিশালী দল।

খানসামা উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন , বলেন জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসা থেকেই এই কমী এমন উদ্যোগ গ্রহন করেছেন । তার  এই দৌকার পক্ষের প্রচারনা অব্যশ্যই উপজেলা  আওয়ামী লীগ স্মরন রাখবে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত