ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঠাকুরগাঁওয়ে নৌকার মাঝি মাজহারুল ইসলাম সুজনের পক্ষে মাঠে নেমেছে কেন্দ্রীয় মহিলা লীগ
  • ঠাকুরগাঁও প্রতিনিধ:
  • ২০২৩-১২-২৬ ০৫:৪০:০৬

দিন যত যাচ্ছে  জমজমাট হয়ে উঠছে   ঠাকুরগাঁও-২ আসনের  নির্বাচন ।  প্রার্থীরা ছুটে  বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।  

এরই মধ্যে ঠাকুরগাঁও ২ আসনে  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  নৌকার মাঝি  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মাজহারুল ইসলাম সুজন এর পক্ষে মাঠে নেমেছে  কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৮ জন নেত্রী ।  তারা বিভিন্ন জনসভা,  উঠান বৈঠক ও হাটবাজারে  নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। 
 
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপির নেতৃত্বে বিভিন্ন স্থানে ভোট চাচ্ছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি শিরিন নাঈম পুনম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, সাংগঠনিক সম্পাদক মরিয়ম বিনতে হোসাইন খেয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেনিগার হোসেন তন্ময়, দপ্তর সম্পাদক গোলেনতাজ রুবি, তথ্য ও গবেষণা সম্পাদক ড. জেবুন্নাহার, কার্যকরী সদস্য নিপা সরকার।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি হরিপুরের গেদুরা ইউনিয়নের এক সভায় বলেন,  ঠাকুরগাঁওয়ের মানুষ দবিরুল ইসলামকে সাতবার এমপি বানিয়েছেন। এবারে আশা করছি তার সুযোগ্য সন্তান মাজহারুল ইসলাম সুজন যার হাতে প্রধানমন্ত্রী নৌকা মার্কা তুলে দিয়েছেন এবং নৌকার কান্ডারী বানিয়েছেন তাকে  বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে সুজনকে জয়যুক্ত করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুযোগ করে দিবেন।
 
সভায় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাঈদ সোহেল প্রমুখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী