ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে প্রতিবন্ধিদের স্থানীয় সরকারের সেবা বিষয়ক কর্মশালা
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-১২-২৬ ০৫:৩৬:৪১

নীলফামারীতে প্রতিবন্ধিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমুহে অধিকতর অন্তভুক্তির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা আরডিআরএস। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মেহেদি হাসান।
 
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন আরডিআরএস এর সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের ব্যবস্থাপক প্রদীপ কুমার রায়।
 
বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার, আয়োজক সংস্থার ট্রেনিং অফিসার শোহানুর রহমান কাজল, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার মঞ্জুর কাদের।
 
সভায় বক্তারা প্রতিবন্ধিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমুহ অগ্রাধিকার ভিত্তিকে প্রদানে আহবান জানানো হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী