ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নাঙ্গলকোটে আচরণবিধি লঙ্ঘন নৌকা ও লাঙ্গল প্রার্থীর জরিমানা আদায়
  • মো. রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা):
  • ২০২৩-১২-২৬ ০৫:৩৪:৩৬

কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আ হ ম মুস্তফা কামাল ও লাঙ্গল মার্কার প্রার্থী জোনাকি হুমায়ূন প্রচারণায় ব্যবহৃত যানবাহনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার লাগানোর দায়ে পৃথকস্থানে অভিযান চালিয়ে তিন মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।  এসময় নৌকা প্রতিকের পক্ষে পুর্ব বামপাড়া গ্রামের শিমূল ও মন্নারা গ্রামের মনির হোসেন এবং লাঙ্গল মার্কার পক্ষে গোত্রশাল গ্রামের আবুল কাশেম এ অর্থ দন্ডের টাকা প্রদান করেন।   

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত বলেন, প্রার্থীরা প্রচারণার কাজে ব্যবহৃত যানবাহনে আচরণবিধি লঙ্ঘন করায় ৩ মামলায় জরিমনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী